প্রথম দৃশ্য,


চাইছো-
বলছো না,
অদম্য বাসনা,
এগোতে পারছো না।
অতৃপ্ত কামনা,
মুখে তবু "না" !
যন্ত্রনা।


দৃশ্য বদল,


বলছো-
শুনছে না,
বাতাসে ভাবনা,
বসন্ত কিছু গাইছে না।
সুতীব্র এক কামনা,
ওর মুখে "না"।


কান্না ও হাসি, সুখ বা দুঃখ,
নিয়েই সাজানো এ শতরঞ্জ।
চাল দিচ্ছ আজ খেলাঘরে,
নিজেকে রেখে অন্য পারে।


পাক্কা এক আঁকিয়ের মতোন -
রঙ ও তুলিতে শুধুই আঁকছো,
তোমার অতীত। এখন যে তুমি-
বর্তমান আর ভবিষ্যতের উর্দ্ধে।


অন্তিম দৃশ্য।


হোথা,
শান্ত এ মন,
বিশ্রাম কিছুক্ষণ।
বসন সন্ধান,
নব প্রাণ,
হেথা।