আবার আমি  ডুব দেব ওই
       নীল যমুনার তলে ;
কালীয়নাগের দর্শনে মন,
      উতলা হয়েছে বলে।


কৃষ্ণ,আমাকে বাঁশরী দিও!
     ওর মাথাতে নাচবো ;
নাচবো,আর বাজাবো বীন;
    সেই সুরে মন ভরবো।


বিষ রুধিরে যমুনা যখন,
  ঘন কালো রঙ নেবে ;
গরল আরও হচ্ছে তরল,
    মনে সুখ বয়ে যাবে।


তবুও বাঁশরী বাজিয়ে যাব,
      সম তানে সম লয়ে ;
যে কাজ বাকি রয়েই গেছে-
      সেই কথা যাব কয়ে।


আবারো স্বপ্নে গড়তে চাই-
        যে নতুন বৃন্দাবন ;
যেখানে শুধুই ভালোবাসায়
         ভরবে এ প্রাণমন।


* যমুনা নদী (ভারত) -
উইকিপিডিয়া সংগৃহীত
তথ্য অনুসারে লেখা।