সামান্য মুচকি হাসি হেসে,
বললে, 'আবার এসো '
পরিচিত কথা,
সবাই বলে,
তবু ...


জলঝরা চুলে চিরুনী দিয়ে,
সরল সিঁথি ঠিক করে,
বললে, 'বসবে না। '
শুধু আবেদন,
তবু ...


শৈশব হতে পারিবারিক বন্ধু।
'কিছুই ভালো লাগছে না '
বললে, বৃষ্টিঝরা রাতে,
অনেকে বলে থাকে,
তবু ...


আজকের বাঙ্ময়তা তোমার,
কোন সোনার কাঠির ছোঁয়া!
- "আচ্ছা, এটাই কি ভালবাসা? "
সদুত্তর খুঁজে পাই নি কিছুই।
- "শুনেছি কেউ কেউ বলে,তবু ..."


কলাবতীর ঘুম ভাঙা এই তুমি,
রাঙাসীঁথি নিয়ে যেদিন বললে,
- "বিশ্বাস করো আর পারছি না "
- "সব শূণ্য পূর্ণ হবার নয়! তবুও,
কেন এই কথা আগে বললে না? "