অঙ্কটা কিছুতে মিলছে না,
চোখের জল চোখে থাকছে-
নদীর অঙ্কে যেমন থাকে।
তবু তার নাগাল পাচ্ছি না।


প্রথম দৃশ্য শেষে, দ্বিতীয় ;
সঠিক ধাপ সঠিক কালে।
ধীরে ধীরে এগোতেই হবে-
এটা নাটক, কোন অঙ্ক না।


সরল অঙ্কের শুরু থেকে-
ধাপে ধাপে বহরটা কমে।
যেমন জীবন শূন্য পানে।
উত্তরে দুই, আমি শূন্যেই!


শেষ থেকে দেখি একবার।
একে একে-দুই না, শূন্যই!
যোগ না করে বিয়োগ বলে,
ভুল থেকে ভুল  বাড়ছেই!


বিয়োগ,
সবটাই বিয়োগ,
সব যোগশূন্য আমি,
সামনেতে আমার-
মহাশূন্য !


এক..দুই..শূন্য ..মহাশূন্য।