মূল্যবোধ স্বচ্ছ নয়,
বিনিময়ে শুধু বিপর্যয়।
হৃদয় চাপালে
স্বাচ্ছন্দ্যে ঘাটতি,
সুখ চাপালেই
মানবতা হ্রাস।


তুলাদণ্ড এদিক ওদিক
আজীবন অবিরাম,
কখন কি ছাড়া যায়
কতটুকুর বিনিময়ে,
তাই নিয়ে অনন্তকাল
কালনেমির লঙ্কাভাগ।


শুধু ধাপে ধাপে সিঁড়ি;
একতারা ফেলে রেখে
ওই পাঁচতারার দিকে।
পৌঁছানো দুস্কর আজ
নিস্তরঙ্গ সাগর অতলে
যেখানে হারিয়েও সুখ।