ভোরের আলো ছড়িয়ে
সূর্য, পূবাকাশে প্রাতে।
তবু নতুন সকাল-
অক্ষ, কালের তফাতে।


নয়ন তারা নির্ঝর,
পলক ভরা দর্শনে।
প্রতি নিমেষ আলাদা,
কথা বা ভাষা বর্ষনে।


কালো মেঘ চাপা রোদ,
যদিও কিরণে ম্লান!
মনের ছায়ায় আঁখি,
ঘুম পাড়ানীর গান।


মেঘের সাধ্য তো নেই ;
আলোকে ঢাকবার,
বিজলী চমকে ঘুম ;
পলক মুক্ত হবার।


আবার সোনালী রোদ,
পূর্ণ চোখে নেই ক্রোধ।