চলো যাই উৎসবে মাতি,
মাতার মাত্রা কি ঠিক থাকে?
মাতা তো উন্মাদনা হুল্লোড়,
যার শেষে পুরো গন্ডগোল |


ভালো লাগে, মাতা যদি মাত্রা
মনে রেখেই চলতে শেখে,
পূজোয় সবাই আনন্দের -
মেজাজেই কাটাক সময় |


সময়ের গতি মেনে আজ
আনন্দ, স্ফুর্তিতেই ঠেকেছে,
হারাচ্ছে কাল- বিভীষিকায়,
বলি হচ্ছে তরুণ-তরুনী|


মনের মূল্য ওরা পাচ্ছে না,
জানি না, খুঁজছে কি কখনো?
এ এক বসে থাকা মনের-
ভাসমান মেঘে উড়ে চলা|


ওরা না পায় আকাশ কিংবা
না পায় ধরনীর আস্তানা ,
উড়তে উড়তে একদিন -
ধাক্কা খায় অসীম পাহাড়ে|


কঠোর বাস্তবে নামে ফের।
তখন সুখ তো বহুদূরে ;
তাই বন্ধু, মাতার মাত্রাটা
ভুল না করে, আনন্দে জাগো।