আমি এক ফেরিওয়ালা রাস্তায় ঘুরি,
বলতে পার আমাকে, শব্দ কারবারী।
ঝড়ের শব্দ,বৃষ্টির শব্দ,মেঘের গর্জন,
পাবেই আমার কাছে, যা চাও যখন।


ঝরনার ঝর ঝর বা নদীর কুল কুল,
তাও সংগ্রহে আছে, একদম নির্ভুল।
বাতাসের শনশন বা ঝিল্লির ঝঙ্কার,
সবকিছুই ত্রুটিহীন সংগ্রহে আমার।


অক্ষর কম তবুও অনেকই আছে শব্দ
লেখার কথা বলি, চাও গদ্য বা পদ্য!
ফেরিওয়ালা দোরে ফিরি,নই শিক্ষিত,
তবু পাবে, পাই যদি মূল্য ঠিকমতো।


দুঃখ বল, সুখ বল, ইচ্ছেমত পাবে,
শব্দের কারবারী, সব যোগান দেবে।
দরকারি সব কিনি, কাছে যাই পাই,
শুধু একটা জিনিস আজো কিনি নাই।


মূল্য কত দেব?  আর কতই বা পাব?
হিসেব না মিললেও খোঁজ করে যাব।
নীরব শব্দ কেমন?  শুনেছ কি ভাই?
কিন্তু নীরব শব্দের খোঁজ মেলে নাই !