হয়তো কেউবা আজ আসবে বলেই,
মন দরজায় ! রঙচঙে পর্দা টাঙানো,
শুনছো গুণগুণিয়ে ওই জীবনের গান
যন্ত্রনা কাতর সুরে,যেটির তার বাঁধা।
দরজাটা শুধু ভেজিয়ে রাখা আছে..।


অহেতুক মনগড়া এক নীরব সংশয়ে,
পরিচিত মুখগুলোকে দূরেতে রেখেছ,
গুটিয়ে নিয়েছো তুমি নিজেকেও আজ
যদিও তখনও সাড়া পেয়েছে বারবার।
দরজা ভেজানো রয়েই গিয়েছে ...।


তুমি একান্ত গোপনে কারেছো আঘাত,
নীরবতা ভেঙে আসা কােন কড়া নেড়ে,
বা আলতো ছোঁয়ায় মনেই টোকা মারা
বোঝনি।অভিসার মুহূর্তে শুধু অবিশ্বাস!
খোলা দরজাটা ভেজিয়ে দিয়েছে ...।


পরিচিত গন্ধগুলোকে দূরে রাখা অথবা
চেনাচোখে নজর একটু এড়িয়ে যাওয়া!
মনের এতজোর আর কোথায় তোমার?
চোখ দুটোই শুধু কানায় কানায় ভরা...
তাই তো দরজা ভেজানোই আজ...।


কল্পনাসায়রে ভাসো, থেকে বালুচরে।
মন নদীতে তরী, বৈঠা কোথায় হাতে?
স্রোতের টানে ডোবা,তাও স্মৃতি সম্বল!
কামনা শৃঙ্গারে ঐ উড়ে যায় বলাক...
সেই তো কারণ দরজা ভেজানোর....।


দরজা ভেজানোই রয়েছে,কেউ নেই!
ভেজানো রইলো,কেউতো এলো না।