প্রান্তিক জীবনে  বসে আমি,
হিসেবের নেই কোনো মিল।
যে হিসাব মেলানো হলোনা,
আজ সব  জেনেছি একান্তে।


এ দীর্ঘ জীবনভোরই দেখি
তৃষ্ণার সে কি প্রচণ্ড দাপট!
বৃক্ষ  রোপনেও  ব্যর্থ আমি,
দৃশ্যপটে ওরা যে স্বচ্ছ নয়।


দীর্ঘশ্বাস কলমেতে আঘাত
হেনে, স্তব্ধ করে খোলাপথ।
এ যেন কারাবাস।তবুও তা
মেনে নিয়ে,আবারও ভ্রমণ।


বুকের ওই গভীরে দুরাশার
কালিময় এক  সাদা পাতা,
পাঠেরও অযোগ্য। পরিণতি
পায় নি খুঁজে, ভাষা উদ্যান।


ক্লান্ত মন  ছুটি খুঁজে  ফেরে,
হায়! ছুটি  মিলবে কোথায়?
সেই কবে হয়ে বুক ধুকপুক,
যাত্রা  শুরু। আর ছুটি  কই?


নিজেকে দূরত্বে রেখে ঘোরা,
অমৃত  শান্তিসুধার  সন্ধানে।
বাকি সব মহামায়ার খেলায়,
মুক্ত না হলে মুক্তি কোথায়?