কারণ যে কেন তুলে দিলি মা,
অবোধ তোর ওই ছেলের কাছে ?
তারা কারণ তো না খুঁজেই ভাবে ,
কারণরসেতে কারণ আছে ।।


শক্তিকে তোর ভক্তি না করে,
হারায়ে শক্তি বিলাসেতে মরে।
মুক্তি পাবার  বিশ্বাসে ফিরে,
নিজেকে শুধুই জাহির করে।
শেষে কিছু না বুঝেতে পেরে
শেষ নিশ্বাস ফেলেই বাঁচে।।


আমি তো মাগো অবোধ ছেলে,
কোথা পালাবি আমাকে ফেলে?
কখনও মা আমি তোকে ভুলে,
ঝাঁপ দিয়েছি কী বিষয় জালে?
তুই ছাড়া কেবা দেখবে আমারে,
ডেকে নে মা তুই আমায় কাছে।।