কল্পনাবিলাসী চন্দ্রমুখী অনেকটাই দূরে,
দৃষ্টি এখন দূরবীনে ধরা ছায়াপথ মাঝে,
ছায়াপথ! দুর্নিবার অচঞ্চল মায়াপথও।


লহরী উচ্ছ্বসিত দিনেরা জটিলতা ভারে,  
শেষনাগের দর্প গরল উদ্গিরনে বিচ্যুত,
এও কি সমুদ্রমন্থনে অমৃতের নামান্তর?


দিনের শেষ প্রহরে,
এখন বন্দী অশীতিপর বৃদ্ধের কারাগারে।


সামনেই একমুঠো মানবজীবনের স্মৃতি,
গালভাঙ্গা ছবিটাও আয়নার প্রতিবেদন,
মাথার পাশে নাতবৌয়ের রাখা এক ছবি।


পোট্রেটের হাসি ভালভাবেই চেনার দলে,
সেখান থেকে আসছে ধুপদীপের সুবাস,
সদ্যস্নাতা শুচীস্মিত যৌবনের মুক্তদলে।
          
শুধুই পোট্রেটে,
আজ মায়াপথে কেবলই আঁধার ছাওয়া।