লোকে বলে আমার মুক্ত আনাগোনা,
ডানা মিলিয়ে বসা একটু জাল বোনা,
বাড়ায় তোমাদেরই নগদ জানাশোনা।


একবার তোমাদের ওই প্রেমে ভেসে,
ছুটেছিলাম ফুলের থেকে ফুলে হেসে,
উদাস বাউল গিয়েছিলো রাস্তা ঘেঁষে।


পথের ধুলোয় এই ডানা বিশ্রাম চায়,
রেণুর ছোঁয়াতে ফুলেতে ফল জন্মায়,
সার্থক আমার গুটির জীবনের আশ্রয়।


সাঁঝবেলাতে কত না দীপ অবহেলায়,
আলো দেখে  ছোট্ট ডানার মুক্তি চায়,
কেউ ভাবে না মরণও সেই সীমানায়।