কুয়াশাময়  সকাল আমায় শেখায় দেখে চলতে,
মন খারাপের পাহাড় থে‌কেও ঝরনা ঝরে বলে।
নিত্য নতুন  জেগেই থাকি  প্রভাতী ফুল  তুলতে,
কুয়াশাময় সকাল  আমায় শেখায় দেখে চলতে।
দিনের আলোয় ফুলের গন্ধ ছড়াই এটুকু বলতে,
হাসি খুশির  জগৎ  ছেড়ে  যেতে  চাই  না  দলে,
কুয়াশাময়  সকাল আমায় শেখায় দেখে চলতে,
মন খারাপের পাহাড় থে‌কেও ঝরনা ঝরে বলে।