বর্ষা এলো             ভরসা হলো
           যদিও বন্ধ কাজ,
কদম বনে                গন্ধ এনে
          মন ভরালো আজ!


সারা দুপুর              দেখি ময়ূর
          পেখম তুলে নাচে,
গাঁয়ের বধূর              দৃষ্টি মধুর
         আপন কাপড় কাচে।


ক্ষেতের জলে          চাষীর দলে
          তুলছে ফসল মাঠে,
আড় নজরে             তার বধুরে
         দেখে সে পুকুর ঘাটে।


বৃষ্টি ঝরে            বেজায় জোরে
         খাবার আনে বধূ,
ঝড় দুকূলে             বিপদ ভুলে
        দেখায় প্রেমের যাদু।


"ভিজলে পরে         পড়বে জ্বরে"
           যদিও মুখেই বলে,
দুচোখ ভরে           প্রেম সাগরে
           ভাসে নয়ন জলে।