বজ্রাহত  গাছটি   তার  সবুজ  হারিয়েছে,
টিয়া নেই লুকোবে বলে পাতার আড়ালে।
সেও  গাছের  দৈন্যদশা  বুঝেই নিয়েছে!
বজ্রাহত  গাছটি   তার  সবুজ হারিয়েছে।
আজ ব্যস্ত  কাঠুরে-ঠোঁট  সন্ধান পেয়েছে,
ঠোকরাচ্ছে  বঞ্চনা   যত  ভুলবার  ছলে!
বজ্রাহত  গাছটি  তার  সবুজ  হারিয়েছে,
টিয়া নেই লুকোবে বলে পাতার আড়ালে।