একদিন মেদহীন টানটান দেহ
কাঙ্খিত ছিল আমার। বাতাসের গন্ধ
বারুদেতে ভরপুর। তোমার দেহের
সুবাস নেবার মত অবকাশ কই?
পলকে পলকে দেখা দর্শন তৃষায়
মন কাতর হয়েছে। কখনো ভাবিনি
দেহ বল্লরি সাজাবো মুক্তো অলঙ্কারে!
একটি মাহেন্দ্রক্ষণে তবু সাজালাম।


মোহময়ী রূপে মুগ্ধ। বন্দী হলে তুমি
আঁচড়ে আঁচড়ে। তবু নিরাভরণও
হলে স্বতস্ফূর্ত মনে। তোমার সে রূপে
পাগল হলাম। মেদ শূন্য টানটান
দেহ আর কেন? সেটা বুঝেছি বলেই
কী বা প্রয়োজন সেই ভুষণ সন্ধানে?