যুগ বদলের তালে তালেই
মানুষও অনেক বদলেছে,
এখানে যদি মিছিলও হয়
দরে মাথার মূল্য বেড়েছে,
কবিতা টবিতারা বোধহয়
নিশ্চিন্তে দেহ রেখে দেছে।


গানেতে জাগানো যে যায়
তা বোধহয় ভুলতে বসেছি,
বাঁশঝাড়ে জোনাকি জ্বলে
শোলক বলাকে হারিয়েছি,
এখন শুধুই পশুদের মতন
আগেরটিকে দেখে চলেছি।


তবু এখনও কবিতারা পথে
গানগেয়ে কিছু মিছিল চলে,
কেউ শুনুক কিম্বা না শুনুক
গতিপথে এতটুকুও না হলে,
হে বন্ধু, নয় ভাবী প্রজন্মের
কাছে দাঁড়াবে কিসের বলে?