সবেমাত্র গুঞ্জন থেমেছে,
নিকষকালো বনমাঝারে,
আঁখি, দূরে যেতে চায় না,
একটানা বৃষ্টির রিমঝিম।


বিজুরি চমক কিছু এড়িয়ে,
বনপথ জনপথ ভেবে যাই,
প্রতীক্ষিত সব রাতগুলোই,
কাটে বিরামবিহীন আঁধারে।


অবগুন্ঠনে ঢাকা চঞ্চলতা,
গর্জন আশঙ্কা মুক্তাকাশে,
জনপথ বিলুপ্ত মনোপথে,
সৃষ্টি উল্লাসে ব্যপ্ত চারিধার।