কলম আর কালির আঁচড়ে
স্পর্শ বাঁচিয়ে চলবো
সেখানেই অস্তিত্ব আমার
সে যেন নবান্নের ছোঁয়া

ফেলে রাখা স্মৃতিগুলো
থাকে থাকে সাজানো থাকবে
অমলকান্তি সৌষ্ঠব জাগিয়ে
চির বসন্ত ধুলোয় রঙিন

তোমার দেখানো স্বপ্নজাল
জীবনের দুঃস্বপ্ন জেনেও
শিকল আঁকড়ে কাটাই সময়
তাইতো আমার যৌবন অটুট

জানতাম মায়াজাল বুনেও
অচীনপুরে ভীড়বে আমার তরী
সোনার কাঠি রূপোর কাঠি নিয়ে
এখনও চাতক বৃষ্টি খোঁজে

তুমি যে আর ফিরবে না জেনেও
একবুক আশায় জমি রুয়ে
নয়া ফসলের গন্ধ খুঁজে যাই
এইতো প্রতীক্ষা ভালোবাসার