ভোরের বেলায় বৃষ্টি মাথায়
টোপর চাপায়,
বাপব্যাটাতে আনন্দেতে
নদীতে ধায়।


ইলশেগুড়ি দেখে ভারি
আনন্দ পায়,
দু একটা মাছ হয়তো বা আজ
মিলবে তায়।


ঘাট নজরে বাবু ধরে
বেচলে মাছ ,
ভয়ে মরে আড়তদারে
না পায় আঁচ।


জালের ধরা মাছেও ওরা
ভাগ বসায়,
অল্প দরে বিক্রি করে
ঘরেই যায়।


পরিশ্রমের কিম্বা ঘামের
মূল্য কই?
হিসেব করে মাথা খুঁড়ে
পায় না থই।