চুল শুকোতো হাত চলতো
চুষি হতো রোদে,
নলেন গুড়ে পুলি ক'রে
ছাড়তো কড়ার দুধে।


শীতের পিঠে কই বা জোটে
মায়ের সময় নেই,
ফেসবুকে বা টিভি দেখে
দুপুর তাথৈ থৈ।


আমরাও সব ত্রাহি ত্রাহি রব
কাজের পাহাড় পুরে,
সেসব গল্প ভাবলে অল্প
বুক চিনচিন করে।