কোয়ারেন্টাইন পূর্ণিমা
আগে লোকে জানতো না,
কোভিড ঊনিশ ভাইরাসে বিষ
যত্রতত্র  ঘুরতো না।


মহালয়ায় উমা আসায়
যদিও বা ছাড় পেলো,
এনেই তারে কোভিড ঘরে
বন্দী রাখাও হলো।


বাড়ছে তিথি আপনা গতি
একাদশীও শেষ,
পূর্ণিমা আর ভরসাতে কার
কাটাবে বলো না রেশ?


দেবীও হায় নিজের সীমায়
নিয়ম নিগড়ে বাঁধা,
পানের থে‌কে চুন খসলেই
আসছে পুলিশ প্যায়দা।


ঘুরলে তিথি মানলে রীতি
কোজাগরী হবে ঠিক,
কোয়ারেন্টাইন পূর্ণিমা
তাই একেবারে নির্ভীক।


***************************
***চিরাচরিত প্রথানুসারে মহালয়ার পরবর্ত
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। কিন্তু এ
বছরে তা হচ্ছে না, তারও পরবর্তী পুজোতেই
হবে কোজাগরী পূর্ণিমা। প্রশ্ন হলো এ বেচারী
তবে কি নামে থাকবে?  প্রতি পূর্ণিমারই ভিন্ন
নাম আছে। এটা যাবে কই? অতএব অনিয়ম
প্রসুত এই পূর্ণিমা না হয় "কোয়ারান্টাইন"এ
থাকুক।