অবক্ষয় ঘিরে ধরেছে বোধ প্রাচীর,
সবুজ গালিচায় ঝাঁকে ঝাঁকে
ক্রমাগত বিস্ফোরণের আওয়াজ;
নৃত্যরত হাজারো উন্মাদ
যাদের কাছে স্বচ্ছতা আশা করা,
তৈলাক্ত বাঁশের বানর...


অন্যদিকে খালি পেটের নানান পেটেন্ট,
যদিও তাদের নিয়েই নাকি
ভাবনায় পুতুলের ঘুম আসে না,
নদীর বানে তোলপাড় ক্ষণিক ভালবাসা
এখন সবাই সোচ্চার বাহুবলে,
অনাহারির চোখে ভগবানের মৃত্যু...


রক্তের রঙে এতো মিল
তবু মিল পাই না কেন মানুষে মানুষে,
শ্রেণিভেদ জানি না কেমন করে এলো
জ্বালিয়ে দিলো দেশ দেশান্তর,
পারি না কি শেষবারের বলতে একবার
রক্ত দিয়েই হোক রক্তবন্ধন...