দারুণ শোকে মূর্চ্ছা গেলো
শাকচুন্নীর মাসী,
নিশির ডাকের সাড়ায় হলো
ভুতের আজ ফাঁসি।


এমনি যখন নিশির ডাকে
দিশেহারা ভুত,
পূর্ণ শশীর জোছনা মাখে
অং,বং, চলে ফুৎ!


ঘা হয়েছে ভেবে শেষে
মাখে ঘুঁটের ছাই,
কাছেই উনুন একলা এসে
নিলো কয়লা চাঁই।


বেম্মোদত্যি কাণ্ড দেখে
কাঁদে অবিরল,
রাম রাজত্বে ভুতের শোকে
সহায় কোথা, বল্?