চারদিকে চলছে শুনি বেদনা, হাহাকার-
একা একা জাগা ক্লান্ত রাত, অন্ধকার!
মরণের সাথে বুঝি গোপনেই চুক্তি হয়
তাও ভাবি এটা ঠিক তেমন শক্তি নয়।


হৃদয় নূপুরে আজ আর কোথায় নিক্কন
কোমল গান্ধারে খুঁজে পাইনে তো মন,
একদিন তার  কাছেও বহু যুক্তি ছিলো
সে সব বুঝে নিজেই মুক্তি বেছে নিলো।


আজকে আমার জন্যে  শুভেচ্ছা-সফরে
একাই জ্বালাই বাতি হিম-পাথরের ঘরে,
এগোই ভেঙে ও গিরিপথের সিঁড়িগুলো
যুধিষ্ঠির যেখানে পৌঁছে নির্বান্ধব হলো।