গ্রীষ্ম দাহের গরম হাওয়া,
সহিষ্ণু ওই  ঘাসমূলের -
শুকনো মুখে ফিরে যাওয়া,
নেপথ্যের কাজ জলের।


ঝড়ের বাতাসে চির রুগ্ন
টিপটিপাটিপ বৃষ্টি ধারা,
ব্যাঙের মতই অসংলগ্ন
মাথায় ছাতাটা মেলে ধরা।


আসুরিক যতো ভাবনার
বিরুদ্ধেই বারংবার ,
শুভ শক্তির দেখি বিকাশ;
মেঘ ভরিয়ে তুলট আকাশ।


'না অন্ন' অথবা 'নবান্ন' সব
ধানেতে শীষের বিন্দু জলে,
করছিলো অনাথ কলরব ;
মানেনি তবু দুমুঠো চালে।


আবছা আলোয় শীতের আদল
লেপের বদলে খুঁজছিলো কায়া,
যন্ত্রণা ভরে বাড়ালো কেবল
নিঁখুত ছবিরই স্বপ্নমায়া।


আবির ছড়ানো রঙিন পলাশ
কখন যেন মনেতে বেজেছিলো,
দুরান্ত হতে এনে মধুমাস
অল্পসল্প গল্পে ফুরিয়ে দিলো।