সংখ্যায় ওরা বাড়ছে নিত্যদিন
উন্নতি ছাড়াই,
মানুষ এখন খুঁজে পাওয়াই ভার,
ধরায় এক বিরল প্রজাতি মতো...


জন্মসুত্রে পাওয়া
পশু, পশুত্বে করে না অবমাননা।
অথচ ভোটার বৃদ্ধি ছাড়া
মনুষ্যত্বের পরোয়া করে না মানুষ...


বারবার এসেছে মহামানব
বলেছে মানবপ্রেমেই মুক্তি মানুষের,
দ্বিতীয় কান দিয়ে বাতাসে ভাসিয়ে
অন্তরের হয়নি পূণ্যবান হয়ে ওঠা...


আর কতকাল
বেকার থাকবে বলো রবির কিরণ...