রঙিন বড়ই ভালোবাসা
জানে শিমুল পলাশ,
বকুল ফুলের গন্ধে ভাসা
মুগ্ধ করে বাতাস।


ময়না কোকিল নেহাত কালো
সাদা তো গন্ধরাজ,
সবার মধ্যে রঙ ছড়ালো
রাঙা এই ঋতুরাজ।


কৃষ্ণচূড়ায় লাগলো আগুন
সবুজ কচিপাতা,
হৃদ কমলে রঙিন ফাগুন
বিনে সুতোয় গাঁথা।


রঙিন ফাগে দখিন বাতাস
মাদল বাজিয়ে গাও,
বসন্তের ওই ফুলেল সুবাস
দাও গো ছড়িয়ে দাও।