চোখের কোণের একফোঁটা জল
অনেক কথাই বলে,
গোটা চাঁদের পূর্ণিমা ছল
একটা তাজমহলে।


বাঁশবনে ওই সুরের দোলে
মউল ধীরে ধীরে,
সোনালী ঘুম মধুপ বোলে
হারায় নিঝুম ভীড়ে।


অথৈ জলের সাগর বার্তা
কুজ্ঝটিকা লাগায়,
জীয়নকাঠি বা রূপকথা
রূপমতীকে জাগায়।