অহেতুক ভার বইতে কেউ ভালোবাসে না,
না মানুষ না আকাশ,
ঝাড়া হাত পা পছন্দ বলেই ...হয়তো...
আর তাই চারদিকে জলের ছড়াছড়ি।


একটানা ঝোড়ো গতি পছন্দসই নয়,
না গাছের না বাতাসের,
সামলানো দায় বলেই ..হয়তো..
তাই থেকে থেকেই দমবন্ধ পরিবেশ।


রাতভর জোছনাও তো মনের মত নয়?
না রাতপরীর, না ভরা পূর্ণিমার...
ক্লান্তিকর বলেই ...হয়তো...
তাই কলঙ্কে আর ছায়াপথে সব তছনছ।


বাঁধাধরা নিয়ম কাগজকলমে,তেঁতো বড়ি।
দায়ে পড়লে তবু গিলতেই হয় নইলে...
সমাজবন্ধনে সব তন্ত্র মন্ত্রই বিফলে।
দূরেই সে বাঁধনহারা গানের হাতছানি ...


দূরেই ...আজও দূরে ...