দৃষ্টি যদি বৃষ্টি নদী
ঝাপসা নেমে আসে,
জল না মুছে ডাকবো কাছে
মরবো ভালোবেসে।


পলাশ বকুল উদাস বাউল
পিঞ্জিরা জুড়ে বাস,
গাঙের জলে সঙের ছলে
চলন্ত কোন লাশ।


দিগন্তে রাঙা দিনান্ত রঙা
সূর্য বিদায় নেবে,
ভাবে না কেন অরুণ যেন
অন্যপারকে ভাবে!