আমরা হলাম শব্দক্ষেতের স্বভাব চাষী,
পথের থেকে শব্দগুলোকে কুড়িয়ে নিই।
আনতে গেলে হয় কাঁদি আর নয় হাসি,
আমরা হলাম শব্দক্ষেতের স্বভাব চাষী।
পছন্দ আর হয় বা কোথায়,সবই বাসি!
পাখির মতো মন-খাঁচাটাও খুলেই দিই,
আমরা হলাম শব্দক্ষেতের স্বভাব  চাষী,
পথের থেকে শব্দগুলোকে কুড়িয়ে নিই।