জোছনা আকাশ তলে মেঠো রাস্তায়
বিলের জলে রুপোলি চাঁদটা শুয়ে,
চালতা গাছে সাদা পেঁচা ছটফট
রাতভর তার আরাম গিয়েছে নুয়ে,
নেশেল রাতে দাপটের গুনগান...


দেখতে দেখতে আকাশ কালোমেঘে
অর্থহীন কথা নিয়ে নাড়াচাড়া,
পাতলা হবার আশায় ঘোরাঘুরি
কাদাময় পথে দৃষ্টি নজরকারা,
অভিমানী চাঁদ লুকিয়ে বাঁচায় প্রাণ...


তবু বহুরূপি হানা চলে অবিরাম
মোটা কালো সব বুটের গর্জন,
যারা হারালো খোলা আকাশের নীচে
খোঁজাখুঁজির নামে হবে ধর্ষণ,
পেলে নিশান চুপকথা বুলেটের একখান...