শব্দগুলো বেশ তত্ত্বগত ভাবেই চেনা,
তবুও ঠিকমতো সাজানো যাচ্ছে না!
বেণীবন্ধনেই দুটো ফুল গুঁজতে চাই,
কেমন করে সম্ভব কেবল ভেবে যাই।
হাওয়ায় ভাসিয়েই দিব্যি তো উড়ছে,
কৃষ্ণকলির বর্ণালী ও মেঘবরণ চুল।
সময়ে হাতে বাগ না মানলে,
সব আশাই ভুল,
নির্মূল ...


ওর ধারকাছও ঘেঁষে নেই একদম!
গুনগুনিয়ে আপনমনে তবুও বলি,
অবিন্যস্ত কেশরাশি স্নিগ্ধ সৌরভে,
মাতাল মনে ভোমরা চলে আসবে,
কাছেই আসবে আর ভালোবাসবে!
স্পষ্ট এখন শুনতে পাচ্ছি চরণধ্বনি,
তবুও জানি আজীবন নুপুর পড়েনি,
আমার মতো।
তবুও বড্ড চেনা শব্দ ;
চেনা গন্ধ হাতরে হাতরে বেড়াই...


একবার একটু না হয় অনুমতিই দিলে,
ওইতো ও মাথা ভর্তি অগোছালো চুলে,
বানাই একটা হাতখোঁপা, এলোমেলো!
রাখবো দুটো রজনীগন্ধা যেমন ছিলো,
ও বলছে আর আমি শুনছি,
মানছি বা বলছিও,
কিছু শব্দ!
শব্দগুলো এখনও বেশ চেনা,
তবুও কাউকে আর সাজানো যাচ্ছে না..