আমি ছিলাম ওই সকালবেলার রোদ
সেই মেয়েটাও ছিলো নিতান্ত নির্বোধ
হারিয়ে  ফেললো একটা পায়ের মল
আলোর বাহারে ধরাও  হলো উজ্জ্বল
তাইতো আবার সেই ছেলেটির হাতে
পৌঁছে গেল তা অবাক মেয়ের পা'তে...


এমনি করে  চললো দারুণ সুখ-দৃষ্টি
কত না ঝড়,কতই না হলো মেঘবৃষ্টি
বেলা কেটে গেল বেলার হাতটি ধরে
রোদ চলে এলো ঠিকই পশ্চিমে সরে
গোধূলি আঁধার, হঠাৎ কেন কে জানে
কেউ কখনো খোঁজেই না সেই  মানে...


নিশুত রাতেতে এসে প্রহর গুনে যাই
আজ দুজনের একটি সরল দৃষ্টি চাই
জানি আবারও খুঁজবে আমায় সঠিক
রাত-ঘড়িটা জেনো বাজবে টিকটিক
আবার ভোরে  প্রজন্মের নবীন রোদ
বলবে দোঁহে শোনো,'আমরা অবোধ'...