সময়  হেঁটে  যায় পড়ন্ত  বটের পাতায়
কখনো  বা  কেতকী  তার  গন্ধ  ছড়ায়,
তালপাখার  বাতাস সময়ে গায়ে লাগে
উদাসীন  বায়ু  বয়ে  যায় সবার আগে।


তবুও  গোলাপ  কুঁড়ি  অযাচিত  জীর্ণ
নরম  সকাল-আলো  আজও  বিচ্ছিন্ন,
অনাবশ্যক ফুলকি দল শিখার রোদনে
সূর্য ঘড়ি  দেখার লোক নেই বর্তমানে?


একদিন  রুখতে হবে সকল রক্ষাভার
রবিচ্ছটায়  ভরাবোই   জীবনের  তার
তখন বলতেই হবে  এ প্রতিজ্ঞা অটল
অশোক ছায়াতে পাবো স্নিগ্ধ পরিমল।