চলে যাওয়া দিনগুলো,
পাল তুলে নৌকায়-
যদি এসে ডাক দেয়
সময়কে ছুঁয়ে যায়!


বিরহী হিয়ার শুধু
স্মৃতিটাই সম্বল,
রেখে যায় একটুকু
শুধুই নয়ন জল।


তবুও প্রচার যদি
বিচারকে ছাড়ায়,
শত কথা কালেভদ্রে
সমসুর শোনায়।


জন্মের একই সুত্র
নিশ্চিত মরণ,
কর্মফলে থাকে তার
কিছুটা স্মরণ।


রোষানলে জীবন শেষ;
ব্যাপ্তি পুড়ে ছাই,
পাল ও হালের মধ্যে
সমঝোতা চাই।