মেনে নিতে নিতে একসময়,
পরিস্থিতিও হয় ঘোরালো।
উবে যাওয়ার মতোই দশা যেন;
আর তখন যে রণদামামা বেজে ওঠে-
জানিনা, তাও হয়তো যুদ্ধ।


বাঁচার তাগিদে যুদ্ধ কী প্রতিনিয়তই চলছে না?
ধর্মযুদ্ধও কিন্তু যুদ্ধ অবশ্যই,
যুদ্ধ আছে মৃত্যু নেই - না, এটা বাস্তব নয়;
শান্তিপূর্ণ সংগ্রাম, সে সোনার পাথর বাটি-
যার পরিনতি আরও ভয়ঙ্কর।


চুয়াত্তরের অভিজ্ঞতায় দাঁড়িয়ে এখনও
প্রতিবাদী লেখাগুলো আজো সমানভাবেই প্রযোজ্য,
এটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়।
কথা একটাই - দেয়ালে পিঠ না ঠেকতে,
অস্ত্রে দাও শান...।