পাবো ভেবে দু একটা পা
এগিয়ে গেছি যেই,
চোখে দেখি ঘন আঁধার
কোথাও কিছুই নেই।


আকাশভাঙ্গা বৃষ্টিপাতে
ঠাঁই খুঁজে নি চালায়,
এক থমকের ইতিহাসে
নতুন চিরাগ জ্বালায়।


চিন্তামুক্ত হই কেমনে
জলছবি আদলে,
পরাজয়ের যুদ্ধসাজে
বুক ভরে মাদলে।


উৎসুক মন সন্ধিক্ষণে
প্রচণ্ড উল্লাসে,
যতই এগোয় ততই যেন
পূর্ণতা বিশ্বাসে।


আঘাটা নয় কাক চরিত্র
বিচিত্র তার নেশা,
দু চার কদম হয়না মিছে
এইতো ভালবাসা।