একবুক ক্লান্তিসহ সতীনাথ অফিস হতে ফেরে,
আসার পথে টুকটাক কিছু কিছু বাজারও করে,
রোজের মতো গিন্নির জলখাবার পর্বটাও চলে-
হাতমুখ ধোয়ার আগে সব যেমন যেমন বলে...


কলঘরে ঢুকলেই শুরু হয় বউএর হাতাহাতি (!)
ম্যানিব্যাগের আদ্যোপান্ত আঁতিপাতি খোঁজা,
ছড়িয়ে ছিটিয়ে যদি বা কিছুটা থাকে, অতি ;
সেটাও তো মাসকাবারে ধরবেই কিছু বোঝা...


এভাবেই কত গল্প, কত কল্প, জীবন জুড়ে;
এরা সবে সংসার সীমান্তের কোলটাই ভরে...