শীত শহরে            ম্যাজিক তোড়ে
        চোখেও রঙিন নেশা,
ঝলমলিয়ে                 হাত ঘুরিয়ে
       খেলনা বা কেক ঠাসা।


সান্তা বুড়োর        লেজা কি মুড়োর
        খোঁজ রাখেনা কেউ,
আনন্দে গায়             মন চমকায়
        উথাল সাগরে ঢেউ।


বড়দিনের            মেজাজে ফের
        চিড়িয়াখানায় যাই,
সিংহ ভালুক         হাতির তালুক
        পাখির হদিশ পাই।    


সন্ধ্যেবেলা               চার্চে মেলা  
         সাহেবসুবোর ভীড়,
প্রার্থনা হয়              মুক্ত সভায়
           চঞ্চল মন স্থির।


অবাক চোখে           ধৈর্য্য দেখে
          মনেও জাগে সাড়া,
ক্ষমাশীল মন         কুসুম কানন
         মানুষে রয় না বেড়া।