সবে তো চার তবুও ছাড়
নেই তো কিছু পড়ায়,
ছড়ার বইটা বাইতে বৈঠা
ইচ্ছে মতো ডড়ায়।


সকালে গান নানান তান
শেষ না হতেই দিদি,
দিনের স্কুলে অল্প ভুলে
কানমলা খায় যদি!


বিকেল হলে নাচের তালে
এক পাও হলে ভুল,
নজরে ঠিক নিয়ম মাফিক
ছাড়বে না একচুল।


রাতের নামতা চোখের পাতা
ঝাপসা হয়ে আসে,
স্বপ্ন ঘোরে খেলা সে সারে
সবুজ মাঠের ঘাসে।


***************************


*** আমার বন্ধুর নাতনি সকালে বললো,
"জানো  দাদুন কাল স্বপ্নের মধ্যেই রুমাল
চোর খেলছিলাম "।  সেটাই লেখার উৎস।