এক সমতলেই দুটি বিন্দু
অথচ সরলরেখা নেই।
প্রান্ত থেকে প্রান্তে যাবে বলে
উন্মাদ ভ্রমন।
শুধু মাত্র সরল পথের অভাবেই
বিভ্রান্তি চুড়ান্তে,
অলীকের ছড়াছড়ি গন্তব্য মেলে না।


আবর্তনে কেন্দ্র পরিধিও সম দূরত্বই
ভ্রাম্যমান পরিধির শুধু ঘুরে চলা,
কেন্দ্র সন্ধানেতে।
যা সতত পৃথিবীর সূর্য
বা চন্দ্রের পৃথিবী প্রদক্ষিণ চিরন্তন দূরে,
যাত্রা সরল নয় বলেই।


কথা আছে কাজ আছে তবু
সারাদিন মনে কালো দাগ,
যখন তখন পরিত্যাগ।
দুরত্ব মাপার সেই কাঁটা
জীবনরেখা সরলরেখা নয়
জটিলতা সর্বব্যাপ্ত,
দুটি মন আজীবন দূরে।