এখনো যেখানে দেখছো ঘন কালো,
এই সেদিনও আলো ঠিকই জ্বলতো
দুপুরে উপুড় হয়ে সকলেই খেলতো
ফুল ফোটাবে বলে বাতাসও বইতো
চমক হাসির ফোয়ারা ছিলো ভালো।


এখনো যেখানে মৃত নগরেতে মায়া,
এই তো সেদিন ঝড়ে লোক উড়তো
মুখরা মুখের বুলিতেই ছররা ছুটতো
যদিও মুখোশ মুখে ঢাকাটা মানতো
বুকের ব্যথাতে সংঘাতের ওই ছায়া।


ইচ্ছেকরে ডুব সাঁতারে নীচের থে‌কে
গুটি কয়েক ঝিনুক নাহয় তুলে আনি
বিশ্বাসও আছে, ভালো ভাবেই জানি
শুক্তি খুঁজে মিলবেই ওই মুক্তোখানি
হাসি ও আনন্দে দুঃখ যাবেই ঢেকে।