মানুষ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
নজর পড়লো সাতসমুদ্দুর পারের বেলাভূমিতে
হাতখোলা গ্যাস বেলুনের দাপাদাপি,
সবসময় এ ওকে ছাপিয়ে চলছে
যারা কিনা পরিচয়ে লাল নীল হলুদ সবুজ!
আজ ওরা মুক্তবিহঙ্গ যেন
শুধুই দৃষ্টি মেলে তাকিয়ে থাকা
আর দেখা ওদের উড়ে চলার সেই রীতি...


চোখের সীমানা পেরিয়েও কি আর
মিলবে আলো! দীপ্ত আলো!
যে আলোকণা আকাশ এনেছিল
অনেক আকাঙ্ক্ষা জড়ো করে
বোজা চক্ষুর দৃষ্টি হয়ে,
দেখেই চললাম আর এক গন্তব্য
যেখা‌নে পথ নিকট হতে চলে গেছে
ওই... সুদূর ...সুদূরে...
অথচ তারই মধ্যে প্রাণ ভরপুর।