প্রভাকর যবে করে প্রভা সঙ্কোচন  
দিগন্তের বর্ণে ফেরে রক্তিম চেতন
অসীম বিশ্বের। স্নিগ্ধ সমীরণ স্পর্শে
প্রান্তিক রেখাতে ধায়,বরাবর হর্ষে
পুলকিত মানবেরা।দূরে বহুদূরে
স্তব্ধ শান্ত পরিবেশ।সৌম্য মাধুর্যেরে
সাথে নিয়ে পল্লীবালা দ্রুত ত্রস্ত ধায়
অম্বুর সন্ধানে, দিবে তুলসী তলায়।


অতঃপর ধীরে ধীরে সুপ্ত রক্তিমকে
অস্বীকার করে, শশী আপন সত্তাকে
প্রকাশিতে থাকে।গ্রাম্য বধূ গৃহ পরে
শান্তি কামনায়-শঙ্খ ফুকারিয়া করে
মঙ্গল সূচনা।সেথা ঐ সায়াহ্ন আসে,
মঙ্গলপ্রাপ্ত জ্যোৎস্না শোভে নীলাকাশে।


          .