অনর্গল মারণ বৃষ্টি চলছে তো চলছেই,
প্রতিপক্ষকে দেখা বা বোঝাই যাচ্ছে না,
নবরূপে যেন এ এক অজানা আড়াল?
রণক্ষেত্রে লাখো লাখো সহজিয়া  প্রাণ...


আপ্রাণ লড়ছেন চিকিৎসক সহযোদ্ধারা,
প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই, দেখার মতো..


দেখা গেলেও আড়ালের কসাইগুলোকে,
হয়তো বোঝা যেত কত ধানে কতচাল!


বোঝা যাচ্ছেনা মানুষ কীভাবে ছাড়ছে-
নীরবেতে এই নিঝুম নগরীটির তালুক!


আশ্বাস শুধু -মানুষই হারে, মানুষ মরে,
লড়তে লড়তে শেষ পর্যন্ত তবুও মানুষ-  
জিতে যায়; কেন না মানুষ যে মানুষই!


আদি ও অকৃত্রিম!!