এখনো চলে ঘড়ির কাঁটায় কালক্ষেপন
ছুটি ফুরিয়ে যাবার অপেক্ষায় কিছুদিন
তপ্তঘোলা চন্দ্রছায়াতে কেটে যায় রাত
আর সে রোদগুড়োর খবরদারির বেলা...


বৃষ্টি বুকে কই আর কেউ বাড়ী ফেরেনা
যদিও তৃষ্ণার্তমনটা সেটাই দেখতে চায়
খোলা ওড়নায় নেই তো কই জলোগন্ধ
থে‌কে থে‌কে শুধুই অগ্নিগোলক ধাবমান...


তবুও কবিতার কথারা বৈশাখেই ভাসে
মন্দিরের চারপাশে চেনাজানা মুখ কত
আমার ঘোলাটে দৃষ্টিতে কিছুটা অজানা
আবার কিছু বা বন্দী স্মৃতির কারাগারে...


তবুও চাই অবসরের একান্তই  নির্জনে
কোনো বন্ধু আসুক তো ফসল ফলাতে
কিন্তু আমার জমি চিত্রকল্পে ফুটিফাটা
হাহাকার চলে শুধুমাত্র খিল আঁটা বুকে...


ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বেলা যায়
এখনও সেই অসহযোগেই কালক্ষেপণ....