গুঞ্জন থেমেই গেছে,
নিকষিত কালো বনে
বৃষ্টিধারা রিমঝিম ,
ঝঞ্ঝাক্ষুব্ধ পূর্বাভাস।


অশনিসংকেত দূরে,
বনপথকে জনপথ
করবো বলেই আশায়,
অবিশ্রান্ত পথচলা।


সিঁথিপাটি রাঙামাটি,
ঘোমটায়  ঢাকা পথ
গর্জনের সমারোহে,
আকাশের ঘন নীলে।


মনপথ বনপথে
চলতেই উৎসুক,
দুর্নিবার এ প্রতীক্ষা
শ্রান্ত তবুও পথচলা।


বিহানে অরুণের রথ,
বিহংগের কোলাহলে
বিজন গোপণে ওঠে,
জাগ্রত প্রাণ স্পন্দন।